Loading...

বার্ষিক প্রশিক্ষণ সম্মেলন-২০২২

বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)

প্রশিক্ষণসূচী

১ম দিন (৩০ নভেম্বর ২০২২)

স্থান বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম, রাজারবাগ, ঢাকা
১ম সেশন (১১.০০-১২.০০) উদ্বোধনী
২য় সেশন (১৪.১৫-১৫.০০) বিষয়:বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব; নেতৃত্ব, শৃংখলা, ড্রেস রুলস ও ক্যারিয়ার প্ল্যান।

মডারেটর-জনাব আতিকা ইসলাম, বিপিএম ডিআইজি (হাইওয়ে পুলিশ), ঢাকা।
১। আলোচক-জনাব আবিদা সুলতানা, বিপিএম, পিপিএম অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ।
২। আলোচক-জনাব খালেদা বেগম অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।

৩য় সেশন (১৫.০৫-১৫.৫০) বিষয়:মাঠ পর্যায়ের পুলিশিং চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়।

মডারেটর- জনাব তাপতুন নাসরিন, অতিরিক্ত ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
১। আলোচক-জনাব ড. শামসুন নাহার, পিপিএম অতিরিক্ত ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
২। আলোচক-জনাব আয়েশা সিদ্দিকা, বিপিএম, পিপিএম পুলিশ সুপার, গোপালগঞ্জ
৩। আলোচক-জনাব সাদিরা খাতুন পুলিশ সুপার, নড়াইল

২য় দিন (০১ ডিসেম্বর ২০২২)

স্থান পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ, মিরপুর, ঢাকা।
১ম সেশন (০৯.০০-০৯.১৫) রিক্যাপ
২য় সেশন (০৯.৩০-১০.১৫) বিষয়:সাইবার অপরাধ: কেস এ্যানালাইসিস, নারীর জন্য সচেতনতা সৃষ্টি, সংবেদনশীল সেবা প্রদান ও প্রযুক্তিগত দক্ষতার উন্নয়ন

১। মডারেটর-ডিসি (সিটিটিসি), ডিএমপি
২। আলোচক- জনাব ফারহানা ইয়াসমিন পুলিশ সুপার, এটিইউ, সাইবার ক্রাইম, ঢাকা
৩। আলোচক-জনাব মাহফুজা লিজা, বিপিএম বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা।

চা-বিরতি (১০.১৫-১০.২০)
৩য় সেশন (১০.২০-১১.১৫) বিষয়:নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও রূপকল্প ২০৪১

১।মডারেটর-জনাব শায়লা ফারজানা যুগ্ম সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, ঢাকা
২। আলোচক-জনাব রোকেয়া কবীর মুক্তিযোদ্ধা ও নারীনেত্রী নির্বাহী পরিচালক, বাংলাদেশ নারী প্রগতি সংঘ
৩। আলোচক-জনাব তানিয়া হক ঢাকা বিশ^বিদ্যালয়ের জেন্ডার স্ট্যাডিজ বিভাগ, ঢাকা।

৪র্থ সেশন (১১.১৫-১২.০০) বিষয়:স্বাস্থ্য সচেতনতা ও স্ট্রেস ম্যানেজমেন্ট

১।আলোচক-জনাব আতিকা ইসলাম, বিপিএম ডিআইজি (হাইওয়ে পুলিশ), ঢাকা।
২। আলোচক-ডাঃ কামরুন নাহার, রাজারবাগ পুলিশ হাসপাতাল, ঢাকা

বিষয়: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারী পুলিশের অবদান ও সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় করণীয়।

মডারেটর- জনাব নাসিয়ান ওয়াজেদ, বিপিএম, পিপিএম, অতিঃ ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। br ১।আলোচক-জনাব মোহাম্মদ নাসিরুল ইসলাম, পিপিএম-সেবা অতিরিক্ত ডিআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিং-২), পুঃ হেঃ ঢাকা। br ২। আলোচক-জনাব মহিউল ইসলাম অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। br ৩। আলোচক-ফারজানা ইসলাম বিশেষ পুলিশ সুপার (সিটিটিআই) এসবি, ঢাকা।

৫ম সেশন (১২.০০-১২.৪৫) বিষয়:৯৯৯সহ বাংলাদেশ পুলিশের নাগরিক সেবাসমূহ পরিচিতি ও নারী পুলিশের করণীয়।

আলোচক- জনাব তবারক উল্লাহ অতিরিক্ত ডিআইজি, পুলিশ টেলিকম, ঢাকা।

নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি (১২.৪৫-১৪.০০)
৬ষ্ঠ সেশন (১৪.৩০-১৫.৩০) সাম-আপ ও কোর্স সমাপনী